
জলপাইগুড়ি, উজ্জ্বল হোড় : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রীয় সরকারের মনরেগা প্রকল্প যা ১০০ দিনের কাজ বলেই পরিচিত সেই কাজের বকেয়া টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার প্রক্রিয়া শুরু হলো মঙ্গলবার রাত থেকেই। এ প্রসঙ্গে জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও মিহির কর্মকার জানান, পরীক্ষামূলক ভাবে সদর ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের মোট সাত থেকে আট হাজার উপ ভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি বাবদ প্রায় দু কোটি তিরিশ লক্ষ টাকা ক্রেডিট করেছি। এই পাঁচটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে, বারো পেটিয়া, নতুন বস, খারিজা বেরুবাড়ী ২ নম্বর, অরবিন্দ, খারিজা বেরুবাড়ী দক্ষিণ, বাহাদুর।
এ বিষয় জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় বলেন, রাজনৈতিক কারণে দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় সরকার গ্রামের মানুষের অধিকার আটকে রেখেছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে মঙ্গলবার রাত থেকেই সদর ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি উপ ভোক্তাদের ব্যাংক একাউন্টে জমা পড়তে শুরু করেছে।
১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র-রাজ্যর দীর্ঘ টানাপড়েনের জেরে বিচলিত হয়ে পড়েছিল খেটে খাওয়া মানুষ। এবার অবশেষে তাঁদের প্রাপ্য টাকা পেয়ে খুশি উপভোক্তারা।