
ওঙ্কার ডেস্ক : সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের ভূমিকার পর্দাফাঁস করতে ভারত যে সারা বিশ্বে স্পষ্টীকরণের পদক্ষেপ নিয়েছে, তারই অঙ্গ হিসেবে জাপানে গিয়েছে জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে একটি প্রতিনিধিদল, যার মধ্যে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। টোকিয়োয় পৌঁছেই এডোগাওয়াতে ভারত-জাপান সম্পর্কের মূল্যবোধের প্রতীক মহাত্মা গান্ধীর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা ঞ্জানান তিনি। অভিষেক জানিয়েছেন, “বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিনিধিত্বকারী সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দলের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি”।

প্রতিনিধিদলের মূল লক্ষ্য সন্ত্রাসবাদ মোকাবিলায় গোয়েন্দা তথ্য আদানপ্রদান এবং কূটনীতির উপরে জোর দেওয়া হয়। পরে প্রতিনিধিদলের সদস্যেরা জাপানের বিদেশমন্ত্রী তাকেশি আইওয়ার সঙ্গেও সাক্ষাৎ করেন। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের দৃঢ় অবস্থানের বিষয়টি তাঁকে জানানো হয়। জানা গিয়েছে, সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের অবস্থানকে সমর্থন করেছেন জাপানের বিদেশমন্ত্রী। অভিষেক জানিয়েছেন, “ভারত দূতাবাসে, রাষ্ট্রদূত সিবি জর্জ আমাদেরকে নিরাপত্তার উপর দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার জন্য এই উত্তরণের গুরুত্ব সম্পর্কে অবগত করেছেন”।

এই প্রতিনিধিদল জাপানের বিদেশমন্ত্রী এইচ.ই. মি. তাকশি ইয়ার সঙ্গে বৈঠক করে। সেখানে সন্ত্রাসবাদ প্রতিরোধে ভারতের অটল প্রতিশ্রুতি কথা বলা হয়। ভারতের মিত্র দেশ জাপনকে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ন্যায়বিচারের পাশে থাকার কথা বলে প্রতিনিধিদল।

অভিষেক জানিয়েছেন, “নেতৃস্থানীয় জাপানি থিঙ্ক ট্যাংকের সঙ্গে আমাদের মিথস্ক্রিয়াতে, আমরা আঞ্চলিক নিরাপত্তা প্রয়োজনীয়তা, রাষ্ট্র-স্পন্সর সন্ত্রাসবাদ এবং ভারতের শূন্য সহনশীলতার নীতি নিয়ে আলোচনা করেছি। প্রতিক্রিয়াটি হৃদয়গ্রাহী ছিল, সৌহার্দ্য বজায় রাখার জন্য ভারতের প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন প্রকাশ করা হয়েছে”।

ভারতের প্রতিনিধিদলের বৈঠকে উপস্থিত ছিলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জাপান-ইন্ডিয়া এসোসিয়েশনের চেয়ারম্যান জনাব ইয়শিহিদে সুগা। ভারতের সংসদীয় প্রতিনিধিদলের অন্যতম সদস্য তৃণমূল সাংসদ জানিয়েছেন, “আমরা সীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ভারতের সংকল্প পুনর্ব্যক্ত করেছি এবং এই যৌথ কারণে ইন্দো-জাপানি সহযোগিতা জোরদার করার জন্য তার প্রতিশ্রুতির গভীরভাবে প্রশংসা করি। ভারত দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। আমাদের পৃথিবীতে সন্ত্রাসবাদের কোন স্থান নেই”।

আগেই স্থির হয়েছিল ‘অপারেশন সিঁদুর’ অভিযান এবং পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করতে দেশে দেশে ঘুরবে কেন্দ্রীয় সরকারের গঠিত ৭টি সর্বদলীয় প্রতিনিধিদল। সাত দলে মোট ৫৯ জন সদস্য রয়েছেন। এঁদের অধিকাংশ রাজনীতিক হলেও কয়েক জন কূটনীতিককেও দলে রেখেছে কেন্দ্র। তাঁরা মোট ৩৩টি দেশে যাবেন।এই লক্ষ্যে একটি দল গিয়েছে জাপানে।