
ওঙ্কার ডেস্ক:হ্যাঁ আমি বলেছি বয়স হলে মানুষের কর্মদক্ষতা কমে যায়।এই কথা ধ্রুব সত্য।তৃনমূলের নবীন – প্রবীণ দ্বন্দ্ব নিয়ে ফের একবার নিজের মতামত স্পষ্ট করলেন তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।রবিবার ডায়মন্ড হারবারে অনুষ্ঠিত দলীয় কর্মসূচীতে যোগ দিয়ে এই প্রসঙ্গে অভিষেক বলেন আমার বয়স এখন ৩৬ বছর বলে আমি গ্রামে গ্রামে ঘুরে নবজোয়ার করতে পেরেছি।কিন্তু আমার বয়স যদি ৭০ বছর হতো তাহলে এতো পরিশ্রম করতে পারতাম না।তাই বয়স হলে মানুষের ক্ষমতা কমে যায় একথা অস্বীকার করার কোন জায়গা নেই।অপরদিকে এদিন নবীন – প্রবীণ দ্বন্দ্বকে এড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অভিষেক,তিনি বলেন মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বে দল ঐক্যবদ্ধ।সবাই মিলে একসঙ্গে কাজ করছি।দল আমাকে নব জোয়ার করার দায়িত্ব দিয়েছিল ,টা করেছি।ভবিষ্যতে দল যে দায়িত্ব দেবে পালন করবো।উল্লেখ্য দীর্ঘদিন ধরেই তৃনমূলের নবীন – প্রবীণ বিতর্ক নিয়ে সরগরম রাজনৈতিক মহল। দলের পুরনো নেতাদের সম্পর্কে “পুরনো চাল ভাতে বাড়ে “মন্তব্য একাধিকবার করেছেন তৃনমূল সুপ্রিমো।অপরদিকে অভিষেক রবিবার ফের বলেছেন বয়স হলে কর্মদক্ষতা কমে যায়। তাই তৃনমূলের দুই শীর্ষ নেতার পরস্পর বিরোধী মন্তব্য নবীন – প্রবীণ বিতর্ক কে ফের উস্কে দিলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ।