
শঙ্কর সেনগুপ্ত, আলিপুরদুয়ার : আগামী ২ ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নানা রকম ব্যবস্থা এবং বিধি নিষেধ জারি করেছে প্রশাসন। এবার আলিপুরদুয়ারের বনবস্তির পরীক্ষার্থীদের সহায়তা করতে বেশকিছু পদক্ষেপ করল আলিপুরদুয়ার পুলিশ প্রশাসন। এসপি ওয়াই রঘুবংশী সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ছটা থেকে পরীক্ষার প্রাক মুহুর্তে তৈরি থাকবে পুলিশ প্রশাসন। পরীক্ষার্থীরা যে কোনও রকম সমস্যার সম্মুখীন হলে নির্দিষ্ট ফোন নম্বরে ফোন করা মাত্রই জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় যদি কোন টোটো, বাইক অথবা গাড়ি খারাপ হয়ে যায়, পুলিশ প্রশাসনকে জানালে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। তারস্বরে মাইক চালানো এমন এক সমস্যা যা প্রায় প্রতিবছর শোনা যায়. এ বিষয় মাইকও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে বলে জানাল পুলিশ।
পাশাপাশি, আলিপুরদুয়ার বনাঞ্চলের দুর্গম পথে পরীক্ষার্থীদের নিরাপত্তা দিতে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে বনদপ্তরের গাড়ি এবং পরীক্ষা কেন্দ্র থেকে বাড়িতেও নিয়ে আসা হবে। মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে প্রশাসন সবরকম প্রস্তুতি ইতিমধ্যেই শেষ করে ফেলেছে।