
অরুপ পোদ্দার, ওঙ্কার বাংলাঃ বিশ্বকাপ এ একের পর এক ম্যচ জিতছে টিম ইন্ডিয়া। আর সেই সময়, ভারতীয় ক্রিকেট প্রাক্তন লেগ স্পিনার তথা টিম ইন্ডিয়ার অন্যতম সফল কোচ অনিল কুম্বলে তিস্তাবঙ্গ সফরে। ক্যামেরা হাতে ঘুরে বেড়াচ্ছেন রংটং-এর শিবখোলার পাহাড়ে আঁকাবাঁকা পথ ধরে। বন্য জীব-জন্তুর ছবি তুলছেন। খেলার পাশাপাশি বন্য প্রাণীদের নিয়ে শখের ফটোগ্রাফিতেও বহুদিন আগেই মন দিয়েছিলেন অনিল কুম্বলে। তাই এবার পাখির টানে তিনি চলে এলেন বাংলার পাহাড়ে। শীত পড়তেই রংটং হয়ে ওঠে পরিযায়ী পাখির অন্যতম ঠিকানা। দেশ বিদেশ থেকে অনেক পাখিদের আনাগোনা শুরু হয় এই এলকায়। সেই পাখিদের ক্যামেরাবন্দি করতেই রংটং আসা কুম্বলের। তিনি বলেন , “এখানে পরিবেশ প্রেমী সংস্থা পশু পাখি রক্ষণাবেক্ষণের জন্যয ভাল কাজ করছে।আমি এই জায়গাটি দারুন উপভোগ করলাম। এই প্রথমবার হর্নবিলের ছবি তুলেছি। শহরের কোলাহল ছেড়ে এই জায়গাটিতে এসে ছবি তোলার আনন্দই আলাদা।”