
স্পোর্টস ডেস্ক :রবিবার রাতেই ইস্টবেঙ্গলের হয়ে খেলতে কলকাতায় চলে এলেন ভারতীয় দলের তরুণ ডিফেন্ডার আনোয়ার আলি । এদিন তাকে স্বাগত জানাতে এয়ারপোর্ট ছিল জনবিস্ফোরণ। শেষ কবে কোনও দেশিয় ফুটবলারের জন্য এত ভিড় দেখেছে কলকাতা সেটা সত্যিই অজানা।সমর্থকদের ছিল সেলফির আবদার। নিরাপত্তার জন্য এদিন আনোয়ারকে বের করা হল অন্য গেট দিয়ে। হাত তুলে সমর্থকদের ধন্যবাদও দিলেন। দিল্লি এফসির কর্তা রঞ্জিত বাজাজও এসেছেন। আনোয়ারকে লাল-হলুদ উত্তরীয়তে বরণ করে নিলেন ক্লাবের ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যরা। ইতিমধ্যেই মোহনবাগান সুপার জায়ান্টের কাছ থেকে ‘নো-অবজেকশন সার্টিফিকেট’ পেয়ে গেলেন আনোয়ার আলি। ফলে সরকারিভাবে পুরনো দল দিল্লি এফসি-তে ফিরে গেলেন এই ডিফেন্ডার। দিল্লি এফসি থেকেই লোনে মোহনবাগান সুপার জায়ান্টে এসেছিলেন আনোয়ার। তবে একতরফাভাবে সেই চুক্তি ভেঙে দিয়েছেন এই ডিফেন্ডার।শনিবারই ফেডারেশনের প্লেয়ারস স্ট্যাটাস কমিটির কাছ থেকে এনওসি পেয়ে গেছেন । শর্তসাপেক্ষে অন্য ক্লাবে সই করতে পারেন আনোয়ার আলি। ২২ তারিখ আর এক দফার শুনানি ।