
গোপাল শীল,ভাঙ্গড়:এবার ভাঙ্গড়ের অবৈধ নির্মাণ রুখতে উদ্যোগী হলেন আরাবুল ইসলাম। স্থানীয়দের অভিযোগ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে ভাঙড়ের ওয়েডল্যান্ড জমিতে গড়ে উঠছে একাধিক বেআইনি নির্মাণ। । আর সেই বেআইনি নির্মাণ রুখতে বুধবার ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন ভাঙ্গড় দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম ।এবং তিনি নিজে ওয়েডল্যান্ড জমিতে গড়ে ওঠা একটি বেআইনি বাড়ির গেট ভেঙে ভিতরে ঢোকেন । এবং এলাকার সব অবৈধ নির্মাণ ভাঙ্গা হবে বলেও দাবি করেন।