
স্পোর্টস ডেস্ক :কানাডার পর চিলি, চলতি কোপা আমেরিকায় টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল আর্জেন্টিনা। বুধবার চিলির বিরুদ্ধে কঠিন লড়াই ছিল গতবারের চ্যাম্পিয়নদের। তবে ৮৮ মিনিটে পরিবর্ত ফুটবলার লাউতারো মার্টিনেজের গোলে সেই লড়াইয়ে ১-০ জয় পেল আর্জেন্টিনা। এই জয়ের ফলে গ্রুপ এ-র শীর্ষে থেকে নক-আউটের যোগ্যতা অর্জন নিশ্চিত করে ফেলল আর্জেন্টিনা। ২ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে কানাডা, চিলি ও পেরুকে পিছনে ফেলে দিয়েছেন লিওনেল মেসিরা। ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে কানাডা। ২ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চিলি। ২ ম্যাচ খেলে ১ পয়েন্ট পেয়েছে পেরু। ফলে গ্রুপে দ্বিতীয় স্থান পাওয়ার ক্ষেত্রে কানাডা-চিলি ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে গেল। এই ম্যাচে ড্র করলেই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নক-আউটের যোগ্যতা অর্জন করবে কানাডা। আর্জেন্টিনা-পেরু ম্যাচ নিয়মরক্ষার হয়ে গেল।