
প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা : ২০২৪-এর লোকসভা নির্বাচনে অন্যতম নজরকাড়া কেন্দ্র ব্যারাকপুর. হাতে গোনা আর কয়েকটা দিন বাকি, তারপরই ব্যারাকপুরে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। এবার এখানে লড়াই ত্রিমুখী। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং বামদের প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষের মধ্যে লড়াই হতে চলেছে। তবে ইতিমধ্যেই অর্জুন সিং ও পার্থ ভৌমিকের মধ্যে ভোটের লড়াই এক অন্য মাত্রা পেয়েছে. প্রচারের ফাঁকে একে অপরকে বিঁধতে ছাড়ছেন না দুজন. এবার ওঙ্কার বাংলার নেওয়া একান্ত সাক্ষাৎকারে পার্থকে নিয়ে বিস্ফোরক অর্জুন. তিনি বলেন, রমরমিয়ে মদের ব্যবসা করছেন পার্থ. একের পর এক বার খোলা হয়েছে ব্যারাকপুরে. অ্যাম্বুলেন্সে করে মদ সাপ্লাই করা হচ্ছে. শিল্প বলতে এটাই বোঝেন পার্থ. পাশাপাশি অর্জুন বলেন, জুটশিল্প সম্বন্ধে কিছুই জানেন না পার্থ. জুটমিল চলছে কেন্দ্রের টাকায়. এছাড়াও বিজেপি প্রার্থী বলেন, গুণ্ডারাজ শেষ করার কথা বলেন পার্থ. তৃণমূল সরকারের ভিতরেই তো গুণ্ডারা রয়েছে.
প্রসঙ্গত, ২০১৯ সালে বিজেপির টিকিটে জিতে সাংসদ নির্বাচিত হয়েছিলেন অর্জুন সিং। কিন্তু পরবর্তীতে তিনি তৃণমূলে ফিরে গেলেও তৃণমূল তাকে ব্যারাকপুর কেন্দ্রের টিকিট না দেওয়ায় তৃণমূল ছেড়ে ফের গেরুয়া শিবিরে যোগ দেন এবং বিজেপির টিকিটে এবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।