
প্রতীতি ঘোষ, ব্যারাকপুর : বুধবার বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধ ঘিরে সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল ভাটপাড়া। ভাটপাড়ার অ্যাংলো ইন্ডিয়া জুটমিলের সামনে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের গাড়ি লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। সেই ঘটনায় পুলিশ আটজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে।
এই গোটা ঘটনাটা সাজানো বলে অনুমান তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের। তিনি বলেন, প্রিয়াংঙ্গু পান্ডের সাথে থাকা রবি কুমার বর্মা আর রবি সিং নামে ২জনই এর আগেও দুষ্কৃতী কার্যকলাপের জেরে গ্রেপ্তার হয়েছিল। এটা সাজানো ঘটনা, পিছনে প্রাক্তন সাংসদের হাত রয়েছে বলেই অনুমান বিধায়কের ।
যদিও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এ বিষয় বলেন, সোমনাথ শ্যাম মিথ্যে কথা বলছে। যারা গুলি চালিয়েছে বিধায়কের কার্যালয় বসে থাকে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন অর্জুন.