
অনুসূয়া সিনহা, আসানসোল:
অবৈধভাবে কয়লা পরিবহন ও কয়লা চুরির অভিযোগে উঠলো ই সি এল অর্থাৎ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের ভানোর খোলামুখ খনির আধিকারিকদের বিরুদ্ধে। এই ভাবে ২৫০০০টন কয়লা পাচার হয়েছে বলে অভিযোগ জানালেন ভানোৱা খোলামুখ খনির কয়লা উত্তোলনকারী বেসরকারি সংস্থা আর আর ই কোম্পানির আধিকারিক সুশীল কুমার সিং ।পাশাপাশি 25000 টন কয়লা, উত্তোলনকারী সংস্থা কে না জানিয়ে কি করে পাচার হয়ে গেল সেই বিষয়ে তদন্তের দাবি করেছেন তিনি