
জয়ন্ত সাহা,আসানসোল:আসানসোলের তিন কন্যার আবার বড় সাফল্য। আসানসোলের কুলটির শাকতোরিয়া এলাকার বাসিন্দা ট্রিপলেট গার্ল অর্থাৎ জমজ ৩ বোন জিতলো সোনা। তারা ১৫ তম ওপেন ন্যাশনাল তাইকুন্ডতে জিতেছে সোনা। মধ্যপ্রদেশের উজ্জয়নে অনুষ্ঠিত হওয়া এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় তারা সোনা জয় করে বাড়ি ফিরেছেন।তিন কন্যার এই অভূতপূর্ব সাফল্য এখনো পরিবারের সদস্যদের কাছে স্বপ্নের মতো। তিন কন্যার বাবা বামাপ্রসাদ চট্টোপাধ্যায় জানিয়েছেন, তার বাবা পৈত্রিক সম্পত্তির কিছু অংশ বিক্রি করে তাদের এই প্রতিযোগিতার প্রশিক্ষণের ব্যয়ভার বহন করতে সাহায্য করেছেন। পাশাপাশি তার তিন মেয়ের এই সাফল্যের জন্য তাদের কোচ শুভ গাঙ্গুলিকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অন্যদিকে কোচ শুভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিন বোনের সাফল্যে তিনি ভীষণভাবে খুশি। তিন বোন ব্যাপকভাবে পরিশ্রম করেছেন। আর যে কারণে তারা লক্ষ্যভেদ করতে পেরেছেন এবং অভূতপূর্ব সাফল্য ছিনিয়ে এনেছেন জাতীয় স্তরের মঞ্চ থেকে। তাদের এই সাফল্যে শুধু পরিবার নয় প্রতিবেশীরাও ভীষণভাবে খুশি।