
জয়ন্ত সাহা , আসানসোল : আসানসোল পুর নিগম এক কাউন্সিলারকে হুমকির চিঠি দেওয়ার ঘটনায় চ্যাঞ্চল্য।ঐ কাউন্সিলার ইতি মধ্যে বিষয়টি নিয়ে কুলটি থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে আসানসোল পুর নিগমের কুলটি বিধানসভার অন্তর্গত ৬৩ নম্বর ওয়ার্ডের তৃর্ণমুল কাউন্সিলার সেলিম আখতার আনসারীকে কোন অজ্ঞাত পরিচয় ব্যক্তি স্পিডপোস্টের মাধ্যমে চিঠি পাঠিয়েছে।শুক্রবার দুপুরে কুলটি ডাকঘর তথা পোস্ট অফিসের ডাককর্মী তার বাড়িতে ঐ স্পিডপোস্টের চিঠিটি তুলে দেন।এরপর ঐ চিঠি খুলে পড়তে গিয়ে তিনি দেখেন, সেখানে একটি সাদা কাগজ রয়েছে। যার মধ্যে লেখা রয়েছে, ছটপূজোর পর সাবধানে থাকো। এই ঘটনার বিষয়টি নিয়ে কুলটি থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।ঘটনার বিষয়টি নিয়ে দলের উচ্চনেতৃত্বকে জানানো হয়েছে বলে জানিয়েছেন সেলিম আনসারী |