
শঙ্কু কর্মকার,বালুরঘাট: দীর্ঘ ১২ বছর পর মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে প্রশাসনিক সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রশাসনিক সভাকে ঘিরে প্রশাসনিক কর্তাদের ব্যস্ততা তুঙ্গে। সূত্রের খবর বালুরঘাট স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী পাশাপাশি বালুরঘাট ইনডোর স্টেডিয়ামে প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এই সময় মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে জেলাবাসীর দীর্ঘ দিনের দাবি বালুরঘাট হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল কলেজ ঘোষণা করার। এই বিষয়ে বালুরঘাট থেকে সবিস্তারে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।