
ওঙ্কার ডেস্ক:শুক্রবারের পর শনিবার ও জল থৈ থৈ বারুইপুর।
অবিশ্রান্ত বৃষ্টির জেরে শনিবার সকাল থেকে পথচারীরা পড়েছেন সমস্যায়। বারুইপুর পৌরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। গতকাল ও এক হাঁটু পরিমাণ জল ছিল এই এলাকায়। । তবে রাত্রি থেকে শুরু হয়েছে অবিশ্রান্ত বৃষ্টি, আরো ২৪ ঘন্টা এমনই বৃষ্টিপাত চলবে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের । এর ফলে বারাইপুর এক কোমর জলের নিচে চলে যেতে পারে বলে অনুমান। অপরদিকে জল পেরিয়ে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের যথেষ্ট বিপদে পড়তে হচ্ছে। জুতো প্যান্ট ভিজে অবস্থায় পরীক্ষা দিতে আশা ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে এমনটাই অভিযোগ অভিভাবকদের। কখন কমবে রাস্তার জল, সেদিকেই তাকিয়ে ছাত্রছাত্রীরা.