
সুকান্ত চট্টোপাধ্যায়, বসিরহাট : ছেলেধরা সন্দেহে ফের গণপিটুনি ! বনগাঁ, বারাসতের পর এবার উত্তর ২৪ পরগনার বসিরহাটে. বসিরহাট মহকুমার মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মমিনপুর দাসপাড়ায় এক যুবককে অসংলগ্ন অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়. তার কাছ থেকে একটি বস্তা পাওয়া গেছে. এক মহিলা তাকে দেখেই চিৎকার শুরু করেন. এরপর এলাকার বেশকিছু যুবক ছেলেধরা সন্দেহে তাকে মারধর করতে থাকে.
দিকে দিকে গণপিটুনির ঘটনায় নিন্দার ঝড় উঠেছে রাজ্যজুড়ে. মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ-প্রশাসন. আইন নিজের হাতে না তুলে নিতে বারংবার অনুরোধ করা হলেও গণপিটুনির সেই এক ছবি উঠে আসছে বারবার.