
স্পোর্টস ডেস্ক : ইস্টবেঙ্গলে উৎসব। ১২ বছর পরে জাতীয় ট্রফি এলো লাল হলুদে। ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল । তবে আনন্দের মাঝেও দলের মনটা খানিকটা হলেও খারাপ। কারণ দল ছাড়ছেন দলের সেন্ট্রাল মিডফিল্ডার বোরহা হেরেরা। ইস্টবেঙ্গল থেকে লোনে এফসি গোয়ায় যোগ দিতে চলেছেন। ভিক্টর রডরিগসের পরিবর্তে তিনি গোয়ায় যোগ দিতে চলেছেন। গত ডিসেম্বর মাসে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন তাঁর জায়গাতেই বোরহা।যদিও শর্ট টার্ম লোনে যাচ্ছেন।সেন্ট্রাল মিডফিল্ডার হওয়ার পাশাপাশি আক্রমণেও খুব ভালো উঠতে পারেন।প্রসঙ্গত গোয়ার কোচ মানোলো মার্কোয়েজের কোচিংয়ে ২০২২-২৩ আইএসএল মরশুমে হায়দরাবাদ এফসিতে খেলেন এবারে ফের তার কোচিংয়ে। যদিও এরফলে আইএসএলের আগামী ৩ ফেব্রুয়ারীর ডার্বির আগে ইস্টবেঙ্গল যে দুর্বল হল সেটা বলাই যায়। যদিও ক্লাব বিকল্প খুঁজছে ।