
আশিস মণ্ডল, রামপুরহাট : ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাংচুর চালালো রোগীর আত্মীয় স্বজনেরা। মারধোর করা হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসককে। নষ্ট করে দেওয়া হয় প্রচুর ইনজেকশন, ওষুধ। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। এরপর লাঠি চার্জ করে উত্তেজিত জনতাকে হঠিয়ে দেওয়া হয়। গ্রেফতার করা হয় ১২ জনকে। সকলের বাড়ি তারাপীঠ থানার শাসপুর গ্রামে।
জানা গিয়েছে, শনিবার বিকেলে পথ দূর্ঘটনায় জখম হন আনসারুল শেখ নামে এক ব্যক্তি। তার বাড়ি পাইকর থানার হাবিসপুর গ্রামে। তাকে গুরুতর জখম অবস্থায় রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তিনি সেখানেই মারা যান। এরপরই ভুল চিকিৎসার অভিযোগ তোলেন রোগীর পরিবারের লোকজন। রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, রোগীকে একটি ইঞ্জেকশন দেওয়ার পর তার খিঁচুনি শুরু হয়। ভুল ইঞ্জেকশন দেওয়ার কারণেই মৃত্যু হয়েছে আনসারুল সেখের।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যার পর প্রায় ৭০-৮০ জন যুবক হাসপাতালে হামলা চালায়। তার মধ্যে কয়েকজন জরুরী বিভাগে ঢুকে দুই চিকিৎসককে মারধর করে। হাসপাতালের ওষুধপত্র নষ্ট করে দেয়।
হাসপাতালের এম এস ভি পি পলাশ দাস বলেন, “এমন ঘটনা অনভিপ্রেত। রোগীর পরিবারের আত্মীয়দের তাণ্ডবে লক্ষাধিক টাকার ওষুধ নষ্ট হয়েছে।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছি হসপাতাল চত্বরে. রবিবার ধৃতদের রামপুরহাট মহকুমা বিশেষ আদালতে তোলা হলে বিচারক দুই জনকে তিনদিনের পুলিশ হেফাজত এবং ১০ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।