
নিজেস্ব প্রতিনিধিঃ বর্ধমান থেকে ফেরার পথে বিপত্তি! কপালে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার মাঠ থেকে বড় রাস্তায় ওঠার সময় মুখ্যমন্ত্রী যে গাড়িতে বসেছিলেন তার চালক আচমকাই ব্রেক কষেন। সে সময় কপালে সামান্য চোট পান মমতা।
ফের জখম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের গোদার বালির মাঠে সভা সেরে কলকাতা ফেরার পথে জখম হয়েছেন বলে খবর। জানা গিয়েছে, সভার মাঠ থেকে রাস্তায় ওঠার সময় মুখ্যমন্ত্রী যে গাড়িতে বসেছিলেন তার চালক আচমকাই ব্রেক কষেন। ঝাঁকুনিতে মমতা কপালে চোট পান। প্রত্যক্ষদর্শীদের দাবি, তার পরেই নিজের কপালে একটি রুমাল জড়িয়ে নেন মমতা। যদিও পরে সেই গাড়িতেই তিনি কলকাতা রওনা দেন। সুত্রের খবর চোট সামান্য।
প্রসঙ্গত, বুধবার সকালে প্রশাসনিক সভা করতে বর্ধমানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কপ্টারে গেলেও আবহাওয়া খারাপ থাকায় তিনি ফেরেন সড়কপথে। আরও মমাতার কনভয় জিটি রোডে উঠতেই ঘটে বিপত্তি। সে সময় সেখানে বৃষ্টি হচ্ছিল। সেই সঙ্গে ছিল কুয়াশাও। গতির হেরফেরে মুখ্যমন্ত্রীর গাড়ির চালক ব্রেক কষেন। তাতেই ঝাঁকুনিতে মমতার কপাল গিয়ে ঠেকে গাড়ির সামনের দিকে। কপালে আঘাত পান মমতা।