
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডোমজুড়ে তোলাবাজদের হামলার অভিযোগ।জখম অভিনেত্রী অনুমিতা দত্ত ও তার মা। থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ। পরে হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর ফের থানায় গেলে তাদের মৌখিক ভাবে জানানো হয়, FIR দায়ের করা হয়েছে। কিন্তু FIR কপি দেওয়া হয়নি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে তুলে মামলা হাই কোর্টে।সোমবার শুনানি।
জানা গিয়েছে, পঞ্চ পাণ্ডব, সাথী সহ বেশ কিছু সিরিয়ালের চেনা মুখ অনুমিতা দত্ত। জানান, দুদিন আগে মাকে নিয়ে গাড়ি করে হাওড়ার ডোমজুরে দিদির বাড়ি যাচ্ছিলেন। ডোমজুড়ে একটি দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে আপত্তি থেকে সূত্রপাত। গোলমালের। দোকানদার গাড়ি সামনে রাখতে বাধা দিলেও তাতে পাল্টা আপত্তি জানান অনুমিতা। তার বক্তব্য, কোনো নো পার্কিং জোন নয়। দোকানেও ভিড় নেই। তাই সরাতে আপত্তি করার মধ্যেই কয়েকজন লোক এসে হামলা চালায়। মা কে চুলের মুঠি ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে গিয়ে ফেলে। অনুমিতাকেও মারধর করে।