
অমিত কুমার দাস, কলকাতা : স্লোগানকাণ্ডে ধৃতদের জামিন. ধৃত ন জনকে জামিন দিল কলকাতা হাইকোর্ট. আর জি করকাণ্ডে বিচার চেয়ে ত্রিধারার পুজো মণ্ডপে স্লোগান দেন ৯ জন। এরপরেই তাদের গ্রেফতার করেছিল পুলিশ. আলিপুর আদালত পুলিশ হেফাজতের নির্দেশ দেয়. সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন ধৃতরা। বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে এই মামলার শুনানি হয়. সেই শুনানিতে ৯ জনকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। তাদের পুলিশ হেফাজতে রাখার প্রয়োজনীয়তা নেই, তাই অন্তর্বর্তী জামিন দিল হাইকোর্ট। ১ হাজার টাকা বন্ডে জামিন দেওয়া হয় ধৃতদের। ১৫ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল। ধৃতদের প্রতি সপ্তাহে থানায় হাজিরা দিতে হবে, নির্দেশ বিচারপতির। রাজ্য সরকারের কার্নিভালে ডিস্টার্ব করা যাবে না। পুজো মণ্ডপের ২০০ মিটারের মধ্যে কোনও প্রতিবাদ জানানো যাবে না. ওই ধৃতরা আর কোনও পুজো মণ্ডপে প্রতিবাদ জানাতে পারবেন না, নির্দেশ আদালতের। আগামী ৬ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।