
ওঙ্কার ডেস্ক: সমাজ মাধ্যমে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে অর্থাৎ হামাসের সমর্থনে কোনও বক্তব্যকে কেউ ‘লাইক’ করেছিল। কেউ বা আবার ‘শেয়ার’ করেছিল সংশ্লিষ্ট পোস্টটি। এহেন ‘অপরাধের’ কারণে সেই সমস্ত বিদেশি পড়ুয়াদের মার্কিন মুলুক ছাড়ার নির্দেশ দিয়ে মেল পাঠাল ট্রাম্প প্রশাসন।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রকের তরফে শতাধিক বিদেশি পড়ুয়াদের মেল পাঠানো হয়েছে। সেই মেলে নির্দেশ দেওয়া হয়েছে স্বেচ্ছায় মার্কিন মুলুক ছাড়ার জন্য। একজন অভিবাসন আইনজীবীকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘অ্যান্টি ন্যাশনাল’ (প্যালেস্টাইন-পন্থী) পোস্ট ‘শেয়ার’ বা ‘লাইক’ করেছে এমন পড়ুয়াদের এই মেলগুলি পাঠানো হয়েছে।
রিপোর্ট অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে ১.৫ মিলিয়ন ভিসাধারী পড়ুয়া রয়েছে। যার মধ্যে ভারতীয় ছাত্র রয়েছে ৩.৩১ লক্ষ এবং ২.৭৭ লক্ষ চিন থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রক সমাজ মাধ্যম পর্যালোচনা করে। সেই পর্যালোচনার উপর ভিত্তি করে পড়ুয়াদের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, এফ ক্যাটেগরির ভিসা অর্থাৎ অ্যাকাডেমিক স্টাডি ভিসা, এম ক্যাটেগরির ভিসা অর্থাৎ ভোকেশনাল স্টাডি ভিসা, জে ক্যাটেগরির ভিসা অর্থাৎ এক্সচেঞ্জ ভিসা-এর জন্য নতুন যারা আবেদন করবে, তারাও এই পর্যালোচনার আওতায় পড়বে।
উল্লেখ্য, মার্কিন বিদেশ মন্ত্রী মার্কো রুবিও ‘ক্যাচ অ্যান্ড রিভোক’ পদক্ষেপ নিয়েছেন। যে সমস্ত পড়ুয়ারা হামাসের সমর্থক তাদেরকে বিতাড়নের জন্য। এই পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যে তিন সপ্তাহে ৩০০ জনেরও বেশি বিদেশী শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা বাতিল করা হয়েছে।