
জয়ন্ত সাহা, আসানসোল : গরুপাচার মামলায় যখন জেলে বাংলার দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল, তখনও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে গরুপাচার। এবার পুলিশি তৎপরতায় গরুপাচারের ছক বানচাল। ঝাড়খন্ড থেকে পশ্চিমবঙ্গে ঢোকার আগেই ঝাড়খন্ডের মিহিজাম থানার পুলিশের হাতে আটক দুটি গরুবোঝাই কন্টেনার ট্রাক। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের রূপনারায়ণপুরের দিকে ট্রাকটি আসার পথে ঝাড়খন্ডের মিহিজাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। আটক ট্রাকগুলো থেকে মোট ১০৩টি গরু উদ্ধার হয়। চালক এবং পাচার চক্রের সঙ্গে যুক্ত মোট ছয় জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যায়। তবে একটি গরুর মৃত্যু হয়েছে বলে খবর। এই ঘটনায় পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।