
বিক্রমাদিত্য বিশ্বাস,উত্তর দিনাজপুরঃ চোপড়ায় অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ। ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয় পুলিশ কর্মীদের ওপর। ঘটনায় গুরুতর জখম চার পুলিশ কর্মী।
বুধবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চোপড়া থানার আমতলা এলাকায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কোনও একটি অভিযানে যান পুলিশ কর্মীরা। অভিযোগ, সেই সময় তাঁদের উপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী।
ঘটনায় পুলিশের দুই আধিকারিক, এক কন্সটেবল ও একজন গাড়ির চালক গুরুতর জখম হন বলে খবর। আহত পুলিশ কর্মীদের নিয়ে উদ্ধার করে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়েছে। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।