
তামসী রায় প্রধান: লোকসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, ভারত জোড়ো ন্যায় যাত্রার পাঁচটি স্তম্ভকে কংগ্রেসের লোকসভা নির্বাচনের ইস্তেহারের মূল বক্তব্য হিসেবে রাখা হয়েছে। কিষাণ ন্যায়, যুব ন্যায়, নারী ন্যায়, শ্রমিক ন্যায় এবং হিসসেদারি ন্যায়।
০১ কিষাণ ন্যায়
কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি। ঋণ মকুব করার জন্য একটি স্ট্যান্ডিং কমিশন তৈরি করা। ফসল নষ্ট হলে ৩০ দিনের মধ্যে বীমার টাকা পাওয়ার আশ্বাস। আমদানি-রপ্তানি নীতি- কৃষকদের সুবিধার্থে সঠিক আমদানি-রপ্তানি নীতি। কৃষকদের জিএসটি মকুব।
০২ যুব ন্যায়
বছরে অনুযায়ী ৩০ লক্ষ নতুন চাকরি। গিগ ইকনমিতে সামাজিক সুরক্ষা- ভালো পরিবেশ এবং সামাজিক সুরক্ষা। যুব রোশনি- যুবদের জন্য পাঁচ হাজার টাকার স্টার্ট আপ ফান্ড।
০৩ নারী ন্যায়
প্রতিটি গরিব পরিবারের একজন করে মহিলাকে প্রতিবছর এক লক্ষ টাকা। প্রকল্পের নাম “মহালক্ষ্মী”। নতুন কেন্দ্রীয় সরকারি চাকরিতে ৫০ শতাংশ মহিলা সংরক্ষণ। মহিলাদের আইনি অধিকার নিশ্চিত করা।
০৪ শ্রমিক ন্যায়
সুস্বাস্থ্য রক্ষার অধিকার সকলের। চাকরি ক্ষেত্রে হেলথ কেয়ার পরিষেবা, বিনামূল্যে ওষুধ, সার্জারি সহ নানা পরিষেবার ব্যবস্থা। শ্রমের সম্মান- জাতীয় ন্যূনতম বেতন হবে ৪০০ টাকা প্রতিদিন। ১০০ দিনের শ্রমিকদের ক্ষেত্রেও একই হারে বেতন। শহরাঞ্চলের জন্য এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট।
০৫ হিসসেদারি ন্যায়
সামাজিক, আর্থিক এবং জাতিগত জনগণনা। সংরক্ষণের অধিকার- SC/ST/OBC-র উপর ৫০ শতাংশ সংরক্ষণের ক্যাব তুলে দেওয়া হবে।