
ওঙ্কার ডেস্ক: বাবা মায়ের অমতে বিয়ে করলে পুলিশি নিরাপত্তা দেওয়া হবে না, একটি মামলায় এমনটাই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের। আদালত জানিয়েছে, দম্পতির জীবন ও স্বাধীনতার জন্য কোনও ধরণের হুমকি না থাকলে, অধিকার হিসেবে পুলিশি নিরাপত্তা দাবি করতে পারে না।
নিরাপত্তা চেয়ে আদালতে এক দম্পতি আবেদন করেছিল। সেই আবেদনের প্রেক্ষিতে এই রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, উপযুক্ত কারণ থাকলে দম্পতিকে নিরাপত্তা দিতে পারে আদালত, তবে কোনও হুমকি না থাকলে তা দেওয়া হবে না। বিচারপতি জানান, ওই দম্পতিকে ‘একে অপরকে সমর্থন করতে এবং সমাজের মুখোমুখি হতে শিখতে হবে।’শ্রেয়া কেশরওয়ানি এবং তার স্বামী পুলিশি নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার শুনানির সময় বিচারপতি সৌরভ শ্রীবাস্তব এমন পর্যবেক্ষণ করেন।
মামলাকারী দম্পতির আবেদন বিবেচনা করে আদালত জানিয়েছে, আবেদনকারীদের জন্য কোনও গুরুতর হুমকি নেই। তাই তাদেরকে পুলিশি সুরক্ষা দেওয়ার প্রয়োজন নেই। আবেদনকারীরা ইতিমধ্যেই চিত্রকূট জেলার পুলিশ সুপারের কাছে একটি আবেদন জমা দিয়েছেন। তা উল্লেখ করে আদালত বলেছে, ‘যদি সংশ্লিষ্ট পুলিশ প্রকৃত হুমকি রয়েছে বলে মনে করে, তাহলে তারা আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ ৪ এপ্রিল রায়ে, আদালত আবেদনটি নিষ্পত্তি করে বলেছে, মামলাকারীরা অধিকার হিসাবে নিরাপত্তা দাবি করতে পারবেন না।