
ওঙ্কার বাংলা ডেস্ক: ভারত তথা পশ্চিমবঙ্গে বিভিন্ন সময়ে গার্হস্থ্য হিংসার শিকার হন অসংখ্য মহিলা। সমাজের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এই হিংসা। সমীক্ষা অনুযায়ী ভারতের প্রায় ৩০ শতাংশ বিবাহিত মহিলা গার্হস্থ্য হিংসার শিকার হন। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সারভের তথ্য অনুযায়ী ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে নানাভাবে গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন ২৯.৩ শতাংশ বিবাহিত মহিলা। এই পরিস্থিতিতে গার্হস্থ্য হিংসা রুখতে একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করল সর্বভারতীয় সংস্থা দাভা ইন্ডিয়া। ওষুধ বিক্রয়কারী সংস্থাটি কম মূল্যে জেনেরিক ওষুধ বিক্রিতে যথেষ্ট সুনাম অর্জন করেছে। পাশাপাশি গার্হস্থ্য হিংসা রুখতে তারা উদ্যোগী হয়েছে। সেই লক্ষ্যে নতুন হেল্পলাইন নম্বর চালু করার পাশাপাশি কর্মশালা তৈরির কথাও ঘোষণা করে সংস্থাটি।
সংস্থাটি তাদের এই উদ্যোগের মধ্য দিয়ে ,সমাজের বিভিন্ন ক্ষেত্রে গার্হস্থ্য হিংসা চিনতে এবং তা মোকাবিলা করতে সফল হবে বলে আশাবাদী।