
ওঙ্কার ডেস্ক:এক বেসরকারি সংস্থার ডেলিভারি বয় কে পার্কিং নিয়ে বচসার জেরে মারধর করার অভিযোগ উঠলো স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ডেলিভারি সংস্থার কর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
দীর্ঘদিন ধরেই বেসরকারি এক বিপণনী সংস্থার অফিস রয়েছে ব্যারাকপুর লালকুটি মোড় সংলঘ্ন এলাকায়।ওই সংস্থা সাথে যুক্ত ডেলিভারি কর্মীরা রোজই অফিসের সামনে বাইক দাঁড় করিয়ে অর্ডারের সামগ্রী নিয়ে অন্যত্র বিলি করতে চলে যান। কিন্তু শনিবার ঘটে বিপত্তি।এদিন ওই সংস্থার ডেলিভারি এক কর্মীকে পার্কিং নিয়ে বচসার জেরে মারধর করেন ব্যারাকপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তার দলবল বলে অভিযোগ। তবে মারধরের ঘটনা অস্বীকার করে তৃণমূল কাউন্সিলর বলেন ,সামান্য বচসা হয়েছে কিন্তু মারামারির কোন ঘটনা ঘটেনি। এই ঘটনার প্রতিবাদে ডেলিভারি কর্মীরা একত্রিত হয়ে ঘোষপাড়া রোডের উপরে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন । পরে পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়।