
প্রতীতি ঘোষ, বনগাঁ: ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু কংগ্রেস নেত্রী মীনাক্ষী তরফদারের। বনগাঁ হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি দীর্ঘ সময় ধরে প্রদেশ কংগ্রেসের সদস্য ছিলেন৷ বাগদা এলাকায় দুবার জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন৷ পরিবার সূত্রে খবর, সোমবার মীনাক্ষীকে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি হয়৷ জানা যায় তার শরীরে বাসা বেঁধেছে ডেঙ্গু। বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মীনাক্ষী তরফদারের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁদের পরিবারের আরেক ক্ষুদে সদস্য ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।