
প্রতীতি ঘোষ, ব্যারাকপুর : দীর্ঘ এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মর্তে আসতে চলেছেন দেবী দুর্গা। আর হাতে গোনা কয়েকটা দিন বাকি. আর তাই বৃষ্টি উপেক্ষা করেই কলকাতা থেকে জেলার দুর্গাপুজোর মন্ডপগুলো সেজে উঠছে বিভিন্ন রকমের থিমে।
ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্যতম বড় ও খ্যাতনামা পুজো আগরপাড়া তারাপুকুর পশ্চিম পল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোতে থাকছে অভিনব চমক। ৭৮ তম বর্ষে তাদের থিম পুরীর জগন্নাথ মন্দির। এবার এই পুজো মন্ডপটি তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে। যেহেতু বহু মানুষ ইচ্ছা থাকলেও পুরী ধামে যেতে পারেন না তাদের কথা মাথায় রেখে এই থিম বলেই জানালেন পুজো উদ্যোক্তারা। পুজো উদ্যোক্তাদের আশা, প্রতি বছরের মত এবারও দর্শনার্থীদের ঢল নামবে তাদের পুজো মণ্ডপে।
উল্লেখ্য, উড়িষ্যা থেকে শিল্পীরা এসে দিন রাত এক করে তৈরি করছেন এই পুজো মন্ডপ। তবে শুধু যে মন্ডপসজ্জাতেই পুরীর মন্দির তুলে ধরা হচ্ছে, তাই নয়। দর্শনার্থী সহ পশ্চিম পল্লীর বাসিন্দাদের জন্য প্রসাদ হিসেবে থাকছে পুরীর বিখ্যাত খাজা, যেটি আনানো হবে সুদূর পুরীর মন্দির থেকে।