
ওঙ্কার ডেস্ক: মস্ত বিপাকে কৌতুকশিল্পী কুণাল কামরা। দিন কয়েক আগে ‘নয়া ভারত’ নামের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কৌতুকশিল্পী। সেখানে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং একনাথ শিন্ডের অবস্থান বদল নিয়ে মন্তব্য করেন। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্কের সৃষ্টি হয়। মঙ্গলবার এই নিয়ে তাঁর একটি অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করা হয়েছে। শিবসেনার সমর্থকদের হাতে প্রকাশ্যে হেনস্থা হয়েছেন। এখানেই থেমে নেই, প্রাণণাশের হুমকি দিয়ে একের পর এক ফোন আসছে বলে অভিযোগ করেছেন কুনাল। তিনি জানিয়েছেন, অন্তত ৫০০টি এ ধরণের ফোন এসেছে ইতিমধ্যে।
সুত্রপাত ওই অনুষ্ঠানের কৌতুক প্রদর্শনের পর থেকেই। সেখানে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে ‘গদ্দার’ বলে বিতর্কে জড়িয়েছেন কুণাল। জানা গেছে, শিল্পীর ঘনিষ্ঠদের দাবি, ‘টুকরো টুকরো করা হবে’ এমনভাবেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। কুণালকে দেখলেই ‘মারধর’ করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি।
কুণালেরই পোস্ট করা একটি ভিডিও ঘিরেই বিতর্কের শুরু। যদিও সেখানে কাউকে নাম করে মন্তব্য করতে শোনা যায়নি। তবে ঘটনা প্রকাশ্যে আসতেই শিন্দেসেনার রোষের মুখে পড়েছেন কুণাল। যে স্টুডিয়োতে অনুষ্ঠানটি হয়েছে, সেই স্টুডিয়োতে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে।
ইতিমধ্যেই কুণালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। শিবসেনা বিধায়কদের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগে মামলা করেছে মুম্বই পুলিশ। কৌতুকশিল্পীকে হাজিরা দেওয়ার জন্য সমনও পাঠিয়েছে তারা। হাজিরা দেওয়ার জন্য এক সপ্তাহ সময়ও চাওয়া হয়েছে। তবে মুম্বই পুলিশের দাবি, কুণালকে তাঁর মন্তব্যের জন্য তলব করা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি।