
নিজেস্ব প্রতিবেদক, বিশাখাপত্তনমঃ ফের রেল দুর্ঘটনা! ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসে। কীভাবে আগুন লেগেছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে কোরবা এক্সপ্রেসে ভয়াবহ আগুন লাগে। কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসের বি৬, বি৭, এম১ কামরায় আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর, এদিন বিশাখাপত্তনম স্টেশনে ঢোকার পরই কোবরা এক্সপ্রেসে আগুন লাগে। সঙ্গে সঙ্গে সাদা ধোঁয়ায় ঢেকে যায় বিশাখাপত্তনম স্টেশন। কীভাবে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট করে রেল সূত্রে জানা যায়নি।
জানা গিয়েছে, বিশাখাপত্তনমের ৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল তিরুপতি গামী ট্রেনটি। আচমকাই ধোঁয়া উঠতে শুরু করে বি-৭ কোচে। তা দেখে এই কোচে থাকা যাত্রীরা বেরিয়ে যান। এরপরই দাউ দাউ করে জ্বলতে থাকে কোচ। আগুন ছড়িওয়ে পরে পাশের দুটো এসি কোচ। অগ্নিকাণ্ডের জেরে ট্রেনটিকে বাতিল করা হয়েছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করেছে রেল দফদর।