
গোপাল শীল, গঙ্গাসাগর:
মথুরাপুরের তৃনমূলের প্রার্থী হিসাবে তার নাম ঘোষনা করার পর থেকেই জোর কদমে প্রচার শুরু করেছেন বাপি হালদার।প্রায় রোজই তাকে প্রচার করতে দেখা যাচ্ছে মথুরাপুরের বিভিন্ন এলাকায় । বুধবার তিনি প্রচার সারলেন গঙ্গাসাগরের বিচ্ছিন্ন দ্বীপ ঘোড়ামারা দ্বীপে।এদিন তিনি কখনো মোটর বাইকে আবার কখনো পায়ে হেঁটে প্রচার করেন। এদিন বাপির সঙ্গে ছিলেন
সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং কুলপির বিধায়ক জোগরঞ্জন হালদার। এই এলাকায় নদী বাঁধ নিয়ে সমস্যা রয়েছে দীর্ঘ দিন ধরেই,এই বিষয়ে ব্যাপী হালদার জানান তিনি জয়ী হলে কংক্রিটের ঢালাই করে নদী বাঁধের সংস্কার করবেন।