
স্পোর্টস ডেস্ক : আইপিএল আর লোকসভা ভোট চলছে একসঙ্গেই। রবিবার আইপিএলের ফাইনাল মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। আর কলকাতা দলের মেন্টর গৌতম গম্ভীর। তিনি দায়িত্ব নিয়েই নাইটদের ব্যর্থতার অন্ধকার থেকে বের করে এনেছেন। তবে ফাইনালের আগেও নিজের গণতান্ত্রিক কর্তব্যতে অবিচল গম্ভীর। শনিবার ছিল দিল্লিতে ষষ্ঠ দফার ভোট আর ভোট দিতে চেন্নাই থেকে দিল্লি গেলেন গম্ভীর। যদিও ভোট দিয়ে ফের চেন্নাইয়ের বিমান ধরেন গৌতি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে দাঁড়িয়ে পূর্ব দিল্লির সাংসদ হন গম্ভীর । তবে এবারে আর দাঁড়াতে চাননি । তবে ভোটের অধিকার থেকে সরলেন না। নিজের এক ছবি সোশ্যাল মিডিয়া সাইটে এ শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘যাও ভোট দাও। এটা তোমার অধিকার, এটা তোমার দেশ।’ সঙ্গে দেন একটি ভারতবর্ষের পতাকার ছবিও দেন।’গম্ভীরের আমলে ২০১২ সালে আর ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয় নাইটরা। তবে অধিনায়ক থেকে দলের মেন্টর হওয়ার পরেও গম্ভীর ছায়া নাইট শিবিরে বিরাজ করছে ।