
গোপাল শীল, গঙ্গাসাগর : প্রচলিত আছে, গঙ্গাসাগর স্নান করলে সব পাপ ধুয়ে যায়। যিনি এই সঙ্গমে স্নান করেন তাঁকে পুণ্য আত্মা বলা হয়। এবার সেই পুণ্যের খোঁজে গঙ্গাসাগরে পৌঁছালেন রাজ্যপাল সি.ভি আনন্দ বোস। বুধবার কাপ্টারে চেপে গঙ্গাসাগরে হেলিপ্যাডে নামেন তিনি। পূণ্য স্নান করে কপিল মুনি আশ্রমে পুজো দিলেন রাজ্যপাল। গঙ্গাসাগরে এসে তাঁর কেমন লাগছে প্রশ্ন করা হলে তিনি বলেন, গঙ্গা একতার প্রতীক।
প্রতিবছর গঙ্গাসাগর মেলায় ভিড় জমান লক্ষ লক্ষ পুণ্যার্থী। শুধু পশ্চিমবঙ্গই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূণ্য লাভের আশায় এখানে মানুষের ঢল নামে। এবছও তার ব্যতিক্রম হয়নি। সাধারণ মানুষের পাশাপাশি সেখানে পৌঁছেছেন একাধিক নেতা নেতৃরাও।