
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর : লোকসভা নির্বাচনের আগে,পূর্ব মেদিনীপুরের হলদিয়া পোর্ট এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচনে বড়সড় জয় পেলেন বাম মনোনীত প্রার্থীরা। মাত্র ৩টি আসন গেছে শাসকদল তৃণমূলের দখলে। খাতাই খুলতে পারেনি বিজেপির মনোনীত বিএমএস প্রার্থীরা। বিজেপি, তৃণমূলকে পিছনে ফেলে জয় ছিনিয়ে নিল বামফ্রন্ট মনোনীত প্রগতিশীল জোট। ১৫ টির মধ্যে ১২টি আসন পেয়েছে এই জোট। ক্রেডিট সোসাইটি নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৬৭০। ভোটদান করেন ৬১৫ জন।