
সীমান্তবর্তী থানায় চালু হলো চাইল্ড ফ্রেন্ডলী কর্নার। হলদিবাড়ি থানায় শুক্রবার বিকেলে এই কর্নারের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পুলিশ সুপার দুত্তীমান বন্দোপাধ্যায়। উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক অরিজিৎ পাল চৌধুরী সহ হলদিবাড়ি থানার আই সি, ডি জি ভুটিয়া সহ অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি হলদিবাড়ি থানার পক্ষ থেকে দুস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয় ।