
নিজস্ব প্রতিবেদক,কলকাতা: ঘাটাল লোকসভা কেন্দ্রের সব ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ, ডিভিআর, ইভিএম, ব্যালট, অফিস নোট, নির্বাচনী কাগজপত্র সংরক্ষণ রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের।নির্বাচনী কারচুপি নিয়ে মামলা করেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। শুক্রবার এই মামলার শুনানি হয়।কলকাতা হাইকোর্টের নির্দেশ নির্বাচন কমিশন সব সংরক্ষণের কাজ করবে। পাশাপাশি মামলার সব পক্ষকে নোটিস ইস্যু করার নির্দেশ বিচারপতি বিভাস পট্টনায়কের। নির্বাচনী কারচুপি নিয়ে মামলা করেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের। সিসিটিভি ফুটেজে ফরেনসিক পরীক্ষা নিয়ে আগামী শুনানিতে আলোচনা হবে বলে জাননো হয়। আগামী 6 সেপ্টেম্বর পরবর্তী শুনানি।