
প্রতীতি ঘোষ,হাবড়া:গৃহবধূকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করল শ্বশুর।। হাবড়ার শ্রীনগর শ্মশান মাঠ এলাকার ঘটনা। মৃত গৃহবধূর নাম মুক্তি বিশ্বাস । অভিযুক্ত শশুরের নাম গোপাল বিশ্বাস,তিনি পেশায় এক সেনাকর্মী ছিলেন । তাকে গ্রেফতার করেছে হাবড়া থানার পুলিশ । স্থানীয় সূত্রে জানা গেছে ওই গৃহবধূ স্বামী ও ছোট ছেলেকে নিয়ে বাড়ির উঠানে মোমবাতি লাগছিল । আরো কিছু মোমবাতি প্রয়োজন হওয়ায় গৃহবধূর স্ত্রী পাশের দোকানে গেছিলেন, ফিরে এসে দেখেন তার বাবার হাতে দা রয়েছে ,ঘরে স্ত্রী রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে। স্থানীয়দের তৎপরতায় প্রথমে তাকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল ও পরে বারাসাত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা থাকে মৃত বলে ঘোষণা করেন।