
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা : প্রধান শিক্ষকের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারল না ছাত্র, এমনই অভিযোগ ছাত্রের পরিবারের. জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি স্কুলের মাঠে খেলতে গিয়ে বাম হাত ভেঙে যায় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী সাহারাজ জমাদারের। কাকদ্বীপ দক্ষিণ কাশীনগর হাই স্কুলের পড়ুয়াকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ হাসপাতালে। এক হাতে প্লাস্টার, অন্য হাতে সেলাই কোন মতেই তার পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। বাধ্য হয়ে সাহারাজের বাবা ইদ্রিস জমাদার স্কুলের প্রধান শিক্ষকের কাছে ছেলের জন্য রাইটার চেয়ে আবেদন করেন। কিন্তু ছাত্রের পরিবারের দাবি, প্রধান শিক্ষক জানান এত অল্প সময়ের মধ্যে রাইটার জোগাড় করা সম্ভব নয়। ফলে এবছর পরীক্ষা দেওয়া হলো না সাহারাজের। এই ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করা হয় শিক্ষা দপ্তরে।
তবে এ প্রসঙ্গে প্রধান শিক্ষক সুবিমল মাইতি বলেন, তাকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। পরবর্তীকালে তিনি কর্তৃপক্ষের কাছে ঘটনা জানতে পারেন. তার নামে মিথ্যা অভিযোগ করছে ছাত্রের পরিবার বলেও দাবি করেন তিনি।