
নিজস্ব প্রতিনিধিঃ মাথার ওপর ছাদ নেই, গোয়াল ঘরের পাশেই চলছে মিড ডে মিলের রান্নাবান্না। এমনই বেহাল দশা পুরুলিয়ার হুড়া ব্লকের আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত তিলগোড়া গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। খোলা আকাশের নিচেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলের রান্না সহ অন্যান্য পরিষেবা দেওয়ার কাজ। সেই কারণে প্রান্তিক আদিবাসী অধ্যুষিত গ্রামের শিশু থেকে গর্ভবতী মা, প্রসূতি মাদেরকে বঞ্চিত করার অভিযোগ উঠছে।
অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি। হযনি শিশু আলয় নির্মাণ.
এই নিয়ে শাসকদলকে আক্রমণ করে বিজেপির জেলা সম্পাদকের দাবি, তৃণমূলের দ্বারা উন্নয়ন সম্ভব নয়। অন্যদিকে তৃণমূলের তরফে জানানো হয়েছে শীঘ্রই সমস্যার সমাধান করা হবে।
শীত, গ্রীষ্ম, বর্ষা এভাবেই খোলা আকাশের নিচে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কবে তাঁদের দাবি পূরণ হবে, এখন সে দিকেই তাকিযে এই মানুষগুলো