
ওঙ্কার ডেক্স: ভারতের প্রত্যাঘাত সামাল দিতে হিমসিম খাচ্ছে পাক সেনা।ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে নাস্তানাবুদ অবস্থা ইসলামাবাদের। এদিকে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে স্বাধীন রাষ্ট্রের দাবি জোড়াল ভাবে তুলছে বালুচিস্তান লিবারেশন আর্মি। লোহা গরম থাকতে জোড়াল আঘাত হানতে চাইছে বালুচিস্তান মুক্তিকামী সংগঠন।ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। লাগাতার হামলা চালিয়েই যাচ্ছে পাকিস্তান। এখন প্রশ্ন উঠছে বালুচিস্তান যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায়। তাহলে পাকিস্তানের কি ক্ষতি হবে? ওয়াকিবহাল মহলের ধারণা, বালুচিস্তান যদি পাকিস্তানের হাত ছাড়া হয় তাহলে বিপুল আর্থিক লোকসানের মুখে পারবে ইসলামাবাদ।
কারন, বালুচিস্তান হল পাকিস্তানের খনিজ সম্পদের ভাণ্ডার। বিপুল পরিমাণ সোনা, তামা ও অন্যান্য বহুমূল্য ধাতু মজুত রয়েছে বালুচিস্তানের মাটির নীচে।তাছাড়া পাকিস্তানের জন্য কৌশলগত ভাবেও গুরুত্বপূর্ণ বালুচিস্তান। পাকিস্তানের সবচেয় বড় রাজ্য। যা পাকিস্তানের মোট জমির প্রায় ৪৪ শতাংশ। তাছাড়া ইরান ও আফগানিস্তানের সীমান্তের কাছেই অবস্থিত।বালুচিস্তান পাকিস্তানের প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য খুব গুরুত্বপূর্ণ।বালুচিস্তান আলাদা হলে,পাকিস্তান ব্যাপক জ্বালানি সঙ্কটের মুখে পড়বে। অন্য কোথাও থেকে জ্বালানি আমদানি করতে হবে ইসলামাবাদকে। বালুচিস্তানের মাটির নীচে বিপুল স্বর্ণ ভাণ্ডার রয়েছে বলেও দাবি করা হয়। এখানে প্রায় ১৭০০ টন সোনা মজুত রয়েছে। এছাড়া প্রচুর তামাও মজুদ রয়েছে, যার আনুমানিক মূল্য ১৭৮ লক্ষ কোটি টাকা। এ ছাড়াও বালুচিস্তান যদি আলাদা হলে,পাকিস্তানের নিরাপত্তাও হুমকির মুখে পড়বে। কারণ আফগানিস্তানে তালিবান শাসন শুরু হওয়ার পর থেকেই এমনিতেই চাপে ইসলামাবাদ। বালুচিস্তানের চেরি, আঙ্গুর, বাদাম, আখরোট, পিচ ফল উৎপাদিত হয়। খেজুরের ৭০ শতাংই বালুচিস্তান থেকে আসে। যা পাকিস্তানকে বাণিজ্যিক ভাবে অর্থনীতি সচল রাখে।