
ওঙ্কার ডেস্ক: ওয়েভল্যাপসের সহযোগিতায় ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক আয়োজিত ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ প্রথম পর্বের এক্সআর ক্রিয়েটার হ্যাকাথনের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। পাঁচটি বিভাগে প্রতিযোগিতায় অংশ নেওয়া ২২০০ এর বেশি প্রতিযোগীর মধ্যে থেকে ৫টি দলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
হ্যাকাথনে যে ৫টি বিভাগ ছিল সেগুলি হল- স্বাস্থ্য পরিচর্যা- শারীরিক সক্ষমতা ও সুস্বাস্থ্য, শিক্ষাগত রূপান্তর, পর্যটন, ডিজিটাল মিডিয়া ও বিনোদন এবং ই-কমার্স- খুচরো ক্ষেত্রের রূপান্তর।
‘শিক্ষাগত রূপান্তর’ বিভাগে যার বিজয়ী হয়েছে সেই এক্সআর রানার্স এর প্রজেক্টের নাম ছিল ‘এডুস্কেপ এক্সআর’। আইআইটি খড়গপুরের পড়ুয়াদের দ্বারা তৈরি এই ভার্চুয়াল রিয়্যালিটিভিত্তিক প্ল্যাটফর্মে পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীব বিজ্ঞানের মতো বিষয়ে পড়ুয়ারা বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা চালাতে পারবে।
‘স্বাস্থ্য পরিচর্যা- শারীরিক সক্ষমতা ও সুস্বাস্থ্য’ বিভাগে বিজয়ী হয়েছে কগনিহ্যাব, তাদের প্রজেক্টের নামও ছিল কগনিহ্যাব। চোখের সমস্যা দূরীকরণে, স্ট্রোক এবং উদ্বেগের মোকাবিলায় এটি সাহায্য করবে।
‘ইমারসিভ ট্র্যাভল গাইড’ নামের প্রজেক্টটি পর্যটন বিভাগে বিজয়ী হয়েছে। তাদের টিমের নাম লুম এক্সআর। এই প্রজেক্ট থ্রি-ডি ম্যাপ, ড্রোন থেকে তোলা ছবি, ভিডিও প্রভৃতির মাধ্যমে পর্যটন বিষয়ে পরিকল্পনা ও গন্তব্য নির্ধারণ করতে সাহায্য করবে।
ই-কমার্স ও খুচরো রূপান্তর বিভাগের বিজয়ী দলের নাম ইএমও, তাদের প্রজেক্ট ‘হেভেন এস্টেট’। এই প্রজেক্টে থ্রি ডাইমেনশনে ঘরের অন্দরসজ্জার নকশা দেখা যাবে। ইন্টিরিয়ার ডিজাইনাররা যে নকশা বা স্কেচ এখানে আপলোড করছেন, গ্রাহকরা তা দেখতে পাবেন।
ডিজিটাল মিডিয়া ও বিনোদন বিভাগের বিজয়ী দলের ইয়ুথ বাজ, ‘ইমারসিভ ওয়ারফেয়ার সিমুলেটর’ নামে প্রজেক্ট তৈরি করে তারা নির্বাচকদের তাক লাগিয়ে দিয়েছে। এই প্রজেক্টে গেম অফ ডাইমেনশনস নামে একটি ওয়ার গেম তৈরি করা হয়েছে। ভার্চুয়াল রিয়্যালিটিতে হেডসেট ও মোবাইল ব্যবহার করে অনেকে মিলে এই গেমটি খেলতে পারবেন।
উল্লেখ্য, এই হ্যাকাথনে অংশ নেওয়া ৬৬ শতাংশ প্রতিযোগীই এসেছেন চেঙ্গলপেট, মনিপাল, ভিরাভি-র মতো টিয়ার ২ ও টিয়ার ৩ শহরগুলি থেকে। তাঁদের বয়স ১৭-৩৫ বছরের মধ্যে। যে ৪০টি দল চূড়ান্ত পর্যায়ে পৌঁছছে, তাদের মধ্যে ৫৩ শতাংশ পড়ুয়া, ৩৩ শতাংশ পেশাদার এবং ১৪ শতাংশ উদ্যোক্তা। আর একটি লক্ষ্যনীয় বিষয় হল, ফাইনালে ওঠা দলগুলির মধ্যে ১৯ শতাংশ মহিলা রয়েছে। এই ধরণের প্রতিযোগিতায় মেয়েদের অংশ গ্রহণ বাড়ছে। যা আশার আলো দেখাচ্ছে।
এবার বিজয়ী ৫টি দলই ওয়েভস সামিটে তাদের প্রজেক্ট প্রদর্শন করবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে মুম্বইতে আগামী ১ থেকে ৪ মে সেই অনুষ্ঠান হবে। এই হ্যাকাথন নিয়ে ওয়েভল্যাপস এর প্রতিষ্ঠাতা ও সিইও আশুতোষ কুমার বলেন, ‘এক্সআর ক্রিয়েটার হ্যাকাথন শুধু উদ্ভাবনকেই উৎসাহ দেয় না- এটি নতুন ডিজিটাল ভারতের ভিত্তি স্থাপন করছে। আমরা কীভাবে শিখব, আরোগ্য লাভ করব, ঘুরে বেড়াব, সংযোগ স্থাপন করব- সেই সব কিছুরই নতুন সংজ্ঞা দেবে এই হ্যাকাথন।’