
সুরজিৎ দাস, নদীয়াঃ বাঙালির বারো মাসে তেরো পার্বণ। ভোজন রসিক বাঙালির শীতের মেনুতে কিছু থাকুক বা নাই থাকুক পিঠে, পুলি, পাটিসাপটা থাকবেই। পৌষ সংক্রান্তি উপলক্ষে বাঙালির ঘরে পিঠে তৈরি হয়না এমন বাড়ি কমই দেখা যায়। তবে পিঠে তৈরির জন্য দরকার হয় মাটির সরা। আর এই সরা কিনতেই মানুষ ভিড় জমাচ্ছেন নদীয়ার চাকদহ থানার অন্তর্গত শিকারপুর গ্রামে।
শিকারপুর গ্রামের প্রায় ৪০ টিরও বেশি পরিবার রয়েছেন যারা মাটির কাজ করতেন তবে মৃৎশিল্পীদের কথায় এবারে মাটির অভাবে ধুঁকছেন মৃৎ শিল্পীরা, যার জেরে বর্তমানে মাত্র ১০ টি পরিবার মাটির কাজ করছেন। দৈনন্দিন সময়ে যেই ১০ টি পরিবার মৃৎশিল্পের সঙ্গে যুক্ত তারাও উপযুক্ত মাটির অভাবে সমস্যার মুখে পরছেন। তাই সংকট ঠেকাতে শিল্পীরা পৌষ সংক্রান্তি উপলক্ষে মাটির সরা বিক্রি করতে বাড়ির সামনে পসরা সাজিয়ে বসে আছেন ক্রেতার আশায়।
ভিডিও দেখুন-