
স্পোর্টস ডেস্ক :–টেস্টে নতুন ইতিহাস রবিচন্দ্রন অশ্বিনের। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ৫০০ উইকেট নেওয়ার নজির ভারতীয় স্পিনারের। শুক্রবার নিজের ৯৮তম টেস্টে ইংল্যান্ডের ওপেনার জাক ক্রলিকে আউট করে মাইলস্টোন ছুঁলেন অশ্বিন। অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে এই রেকর্ড করলেন তিনি। দেশের মাটিতে ৫৮ টেস্টে ৩৪৭ উইকেট পেয়েছেন অশ্বিন। তারমধ্যে ২৬ বার পাঁচ বা তারও বেশি উইকেট নেওয়ার নজির রয়েছে। ৬ বার টেস্টে দশ বা তারও বেশি উইকেট নিয়েছেন। ভারতের দ্বিতীয় হলেও বিশ্বের নবম বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেটের ক্লাবে প্রবেশ করলেন ভারতীয় স্পিনার।
প্রথম দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান ছিল ভারতের। দ্বিতীয় দিন ১১৯ রান যোগ করে ভারতীয় ব্যাটাররা। আগের দিন ১০০ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা। এদিন ১১২ রানে ফেরেন। অভিষেক টেস্টে একটুর জন্য অর্ধশতরান হাতছাড়া হয় ধ্রুব জুড়েলের। ১০৪ বলে ৪৬ রানে আউট হন। ইনিংসে রয়েছে ৩টি ছয় এবং ২টি চার। ৩৩১ রানের মাথায় জাদেজা আউট হওয়ার পর মনে হয়েছিল চারশো রানের গণ্ডি পেরোতে পারবে না ভারত। কিন্তু অষ্টম উইকেটে ৭৭ রান যোগ করে অশ্বিন-ধ্রুব জুটি। শেষদিকে গুরুত্বপূর্ণ ২৬ রান যোগ করেন বুমরা। ৪৪৫ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। ৪ উইকেট নেন মার্ক উড। ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে ইংল্যান্ড। ওপেনিং জুটিতে ৮৯ রান যোগ করে জাক ক্রলি, বেন ডাকেট। যদিও সিংহভাগ রান দ্বিতীয় জনের। ওপেনিং পার্টনারশিপ ভাঙেন অশ্বিন। ১৫ রানে আউট হন ক্রলি। ২৩ ওভারের শেষে ১ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ১৩৭।