
স্পোর্টস ডেস্ক : স্বামী বিবেকানন্দর জন্মদিনে একদিকে যেমন বর্ধমানে ক্লাইভ লয়েড অন্যদিকে হুগলির সিঙ্গুরে এক স্কুলে স্বামী বিবেকানন্দ জন্মদিনের অনুষ্ঠানে ১৯৮৩ বিশ্বকাপ জয়ী পেসার মদন লাল ও প্রাক্তন ভারতীয় পেসার মনোজ প্রভাকর।
এদিন মনোজ প্রভাকর বলেন, তিনি সুযোগ পেলে যুব ক্রিকেটারদের সাহায্য করতে পারেন। তাঁকে সুযোগ দেওয়া হোক। কিন্তু তিনি অপেক্ষা করে বসে আছেন। এমন নয় কি ভারত ওডিআই বিশ্বকাপে ভালো খেলেনি। কিন্তু এটা একটা দিনের ব্যাপার। দিন খারাপ হলে সব খারাপ হয়। আসলে ভারত পরিকল্পনা করে খেলেনি। যে উইকেট ছিল ২৭৫ রানের সেখানে ৪০০ রানের জন্য খেলছে। সেই জন্য পরিকল্পনা বিফল হয়েছে। তবে কোনও সমস্যা নেই, ভারতের টিম ভালো হয়েছে। টি-২০ তে ভালো করবে। দলে খুবই ভারসাম্য রয়েছে। মনোজ প্রভাকর আরও বলেন, প্রধান হচ্ছে দলের অধিনায়ক। অধিনায়ক ঠিক করে কাকে কখন কিভাবে ব্যবহার করা হবে। সামী, বুমরা, সিরাজ খুবই ভালো বোলার।
স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্ম জয়ন্তী উপলক্ষে সিঙ্গুরের স্বামী বিবেকানন্দ বিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হয় ভারতের প্রাক্তন ক্রিকেটার মদন লাল, মনোজ প্রভাকর ও সম্বরণ ব্যানার্জিকে। সম্বর্ধিত করা হয় প্রাক্তন ফুটবলার ভাস্কর গাঙ্গুলি, সমরেশ চৌধুরী, প্রশান্ত ব্যানার্জি, অলোক মুখার্জি, বিকাশ পাঁজি, সুমিত মুখার্জিকেও।