
নিজস্ব প্রতিনিধি:সোমবার ইনসাফ যাত্রার ১১ তম দিন।এদিন মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থেকে শুরু হয় পদযাত্রা।এই পদযাত্রায় ডি ওয়াই এফ আই নেত্রী মীনাক্ষী মুখার্জী ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সৌরভ পালোধি। ইনসাফ যাত্রা প্রসঙ্গে সৌরভ বলেন রাজ্যের ভেঙে পড়া শাসন ব্যবস্থা, বেকারত্ব, এবং ধর্মীয় ও জাতপাতের বিভেদের বিরুদ্ধে লড়াই করতেই মানুষেরা এই পদযাত্রায় সামিল হয়েছেন
উল্লেখ্য গত ২ রা নভেম্বর কোচবিহার থেকে শুরু হয় ডি ওয়াই এফ আইয়ের ইনসাফ যাত্রা।রাজ্যের শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে ও মানুষের অধিকার আদায়ের দাবিতে এই পদযাত্রা শুরু হয়।টানা দু মাস ধরে চলবে এই পদযাত্রা । এবং ৬০ দিনের এই পদযাত্রায় বিভিন্ন সভা করে মানুষের সমস্যার কথা শুনবেন তারা।এরপর আগামী ৭ ই জানুয়ারি কলকাতায় ব্রিগেড সমাবেশ করবে বাম ফ্রন্টের যুব সদস্যরা।