
ইসলামপুর,বিক্রমাদিত্য বিশ্বাস : সমস্ত দ্বন্দ্ব ভুলে একেই মঞ্চে কানাইয়া-করিম। সোমবার ইসলামপুর শহরের মুক্ত মঞ্চে এক সরকারি অনুষ্ঠানে যোগ দেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী ও ইসলামপুর পুরসভার চেয়ারম্যান তথা তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কানাইয়ালাল আগরওয়ালের ভুয়সী প্রশংসা করেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তিনি বলেন খুব সুন্দর একটি মঞ্চ তৈরি করেছেন পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। তাই তাকে ধন্যবাদ জানাচ্ছি। অন্যদিকে তাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই সাফ জানিয়ে দিলেন ইসলামপুর পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে কানাইয়া করিমের সমঝোতা তৃনমূল কর্মীদের উৎসাহিত করবে বলে অনুমান রাজনৈতিক মহলের।