
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি, : বয়স ১১৭ বছর ! জরাজীর্ণ শরীর, চোখে মুখে বয়সের ছাপ স্পষ্ট. বয়সের ভারে ঠিকমতো চলাফেরা করতে পারেন না। আর এই অবস্থাতেই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির সাঁকোয়াঝড়া ২ নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব মল্লিকপাড়ার বৃদ্ধা মাঝিয়াশ্বরী রায়। মায়ের সাথে ভোট দিলেন বড় ছেলে ৯৬ বয়সী কালিকান্ত রায়ও। যদিও ভোটার কার্ড অনুযায়ী বয়সের দিক থেকে মা এবং ছেলে সমবয়সী। তবে পরিবারের সদস্যদের দাবি,মাঝিয়াশ্বরী রায়ের বয়স আনুমানিক ১১৭ বছর। বিয়ে দেখেছেন নাতি -পুতির। কালীকান্ত রায় জানান, তারা পাঁচ ভাই, তিনিই বড়.
উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে। বয়স্ক এবং বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। তাই এবার নিজের বাড়িতেই ভোট দিলেন মা এবং ছেলে। আর ভোট দিতে পেরে উৎসাহিত দুজনেই।