
প্রদীপ মাহাতো,পুরুলিয়া: ঝালদা পুরসভার পুরপ্রধান নির্বাচনে পুরপ্রধান নির্বাচিত হলেন সুরেশ আগারওয়াল। প্রসঙ্গত, এর আগে পুরপ্রধান ছিলেন শীলা চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন তৃণমূলের পাঁচজন ও কংগ্রেসের দুই কাউন্সিলার। অনাস্থার পর ১৭ ই জানুয়ারী তৃণমূলের পাঁচজন ও কংগ্রেস শিবিরের দুই কাউন্সিলর তলবি সভায় তৃণমূলেরই পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়কে অপসারিত করেন। শনিবার পুরপ্রধান নির্বাচনে তৃণমূলের ৬ ও কংগ্রেসের ১ কাউন্সিলর উপস্থিত হন। অন্য কাউন্সিলররা অনুপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।এবারে পুরপ্রধান নির্বাচিত হলেন সুরেশ আগরওয়াল। অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার সকাল থেকেই পুরসভা চত্বর জুড়ে ছিল বিশাল পুলিশ বাহিনী।